করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশন সর্বদল বৈঠক ডেকে ছিল। সেখানে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় শেষ তিন দফার ভোট একদফায় করা হোক। কিন্তু তাতে বিজেপি বাম সহ বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে আপত্তি জানায়। কমিশন দফা কমানোয় সায় দেয়নি। তবে নির্বাচন কমিশন জানায় ষষ্ঠ সপ্তম অষ্টম দফার ভোট প্রচারের সময় কমবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় করোনা ছিল না। বাইরে থেকে গুন্ডাদের নিয়ে চলে এসেছে। হোটেল গেস্ট হাউস বাড়ি ভাড়া নিয়ে রয়েছে। সবার করোনা রয়েছে। এখানে করোনা ছড়ালে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়ী হবেন। এর আগে একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিজেপির বহিরাগতরা করোনা ছড়িয়ে পালিয়ে যাচ্ছে। এরিন পূর্বস্থলীর সভা থেকে সেই কথা বলেন মমতা। তিনি আরো বলেন, কমিশনকে বললাম দফা কমিয়ে দিতে। তা না করে প্রচার এর মেয়াদ কমিয়ে দিল।কারণ বিজেপির আর তেমন প্রচার নেই। এই পা নিয়ে প্রচার করে বেড়াচ্ছি। ইচ্ছাকৃতভাবে আমার দিনগুলো নষ্ট করে দিলো। আগামী দিনে যে কেন্দ্রে ভোট বিজেপি জানে তার একটাতেও জিতবে না। তার জন্য প্রচারের সময় কমিয়ে দিল। এদিনের সভায় থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।