Rajib Ghosh– পরিবর্তন যাত্রা আমাদের প্রভু শ্রীচৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপ থেকে শুরু হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উদ্বোধন করেছিলেন। গতকাল কোচবিহারের মদনমোহন জিউ কে প্রণাম করে অমিত শাহ রথযাত্রা শুরু করেছেন। পরিবর্তন যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে 2011 সালে রাজ্যে যে পরিবর্তন হয়েছিল সেটা আসল পরিবর্তন হয়নি। মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে পরিবর্তনের কথা বলেছিলেন সেই পরিবর্তন মানুষ পায়নি। মেদিনীপুর থেকে দলীয় সভায় এই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি BJP-র রোড শো তে যোগ দেন। তারপরে একটি সভা থেকে তিনি রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, 2021 এ পরিবর্তনের লক্ষ্যে এই পরিবর্তন যাত্রা। আশা করব সমস্ত মানুষ এই যাত্রায় সামিল হবেন। আগামীদিনের সোনার বাংলা গড়ার জন্য যে প্রকৃত পরিবর্তনের প্রয়োজন সেই পরিবর্তন করতে হবে বলে জনসভায় বলেন Suvendu Adhikari এরপরেই ফের ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন। কেন্দ্র এবং রাজ্যের একই সরকার হলে রাজ্যের সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে। BJP-তে যোগদান করার পর থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করছেন। প্রত্যেকটি জনসভায় তিনি এই বিধানসভা নির্বাচনে প্রকৃত পরিবর্তনের কথা বলছেন। রাজ্যের দুর্নীতির প্রসঙ্গ, কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরেছেন। বিজেপির পক্ষ থেকে যে পরিবর্তন যাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যে সার্বিক পরিবর্তনের জন্য এই যাত্রা বলে জানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        
			










