Rajib Ghosh– যদি সবথেকে বড় কারো ওয়াশিং মেশিন থেকে থাকে সেটা তৃণমূল কংগ্রেসের আছে। বীরভূমের দলীয় জনসভা থেকে এই ভাবেই তৃণমূলকে আক্রমণ করে বললেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই ওয়াশিং মেশিন থেকে কালোকে সাদা করা হয় বলে মন্তব্য তার। দলে থাকলে সাদা আর দল থেকে বেরিয়ে গেলে গায়ে লাগাও কাদা। এটাই করছে TMC যখন নিজের দলে থাকবে তখন সৎ যখন অন্য দলে চলে যাবে তখন হয়ে যাবে অসৎ। TMC-র উদ্দেশ্যে বলেন। Rajib-এর বক্তব্য, তারাপীঠের মাঠ থেকে এই তীর্থভূমি থেকে পূণ্যভূমি থেকে আপনাদের সাক্ষী রেখে বললাম তৃণমূল কংগ্রেসের আসল পূণ্য আমরা করেছি‌। তাই এতদিন ছিলাম বলে আপনার দল সরকারে ছিল। আমরা চলে এসেছি সরকার পাপে ভরে গেছে। 2021 এই সরকার থাকবে না। যেদিন ফলাফল ঘোষণা হবে সেদিন ঠিক হয়ে যাবে পূণ্য কারা করেছে আর কারা পাপে পরিপূর্ণ হয়েছে। এরপর চিলার মাঠের সভা থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যের মানুষের উদ্দেশ্যে পেশ করা বক্তব্য প্রসঙ্গে বলেন। প্রধানমন্ত্রী বলেছেন রাজ্যে BJP যখন ক্ষমতায় আসবে সেদিনই রাজ্যের কৃষকদের কেন্দ্রের pm-kisan নিধির বকেয়া টাকা অ্যাকাউন্টে চলে যাবে। এই বিষয়টি এদিন তুলে ধরেন রাজীব। তিনি আরো বলেন, অনেক স্বপ্ন নিয়ে TMC ছেড়ে BJP-তে যোগ দিয়েছি। কারণ কেউ যেন রাজ্যে বেকার না থাকে। যুবক-যুবতীদের হাতে কাজ দেওয়ার জন্য সবরকম চেষ্টা করা হবে। যারা 99% কাজ করেছে তাদের আর সরকারে আনার প্রয়োজন নেই। যারা 100% কাজ করবে তাদের সরকারে নিয়ে আসতে হবে। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তারাপীঠে পুজো দেন। তারপরে পরিবর্তন যাত্রায় যোগ দেন। চিলার মাঠে দলীয় জনসভায় বক্তব্য রাখেন নাড্ডা। সেখানেই রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন মমতার সরকারকে আক্রমণ করে বক্তব্য রাখেন। বিভিন্ন জনসভা থেকে বক্তব্যে একাধিকবার কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরেন রাজীব। রাজ্যে BJP ক্ষমতায় এলে সেই কাজ করা হবে বলে জানান তিনি।