Rajib Ghosh– হাওড়া কর্পোরেশনের নির্বাচন যত দ্রুত সম্ভব করার জন্য নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, 2018 সালের 10 ডিসেম্বর হাওড়া কর্পোরেশন এর মেয়াদ শেষ হয়েছিল। তারপর সেখানে রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে হাওড়া জেলা CPIM জনস্বার্থ মামলা দায়ের করেছিল। এদিন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মোহাম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ জানায়, দ্রুত হাওড়া Corporation-এর নির্বাচন করতে হবে। বিরোধী সমস্ত রাজনৈতিক দলের বক্তব্য, TMC এখানে নির্বাচন হলে হেরে যাবে বুঝতে পেরেই নির্বাচন করানোর জন্য এগোয়নি। BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের CM-এর উদ্দেশ্যে বলেছেন, এখনো সময় থাকতে পুরসভার ভোট করিয়ে নিন। আর যদি ভাবেন বিধানসভার পরিস্থিতি দেখে তারপর নির্বাচন করাবেন তবে আর নির্বাচন করার মতো পরিস্থিতি থাকবে না। কারণ TMC দলটা বিধানসভা নির্বাচনের পরেই উঠে যাবে। এই প্রসঙ্গে CPIM-এর হাওড়া জেলা নেতৃত্বের বক্তব্য, রাজ্য সরকার কোভিডের কারণে কলকাতা Corporation সহ একশোটা পুরসভার নির্বাচন করায় নি। 2018 সালে কোভিড ছিল না। রাজ্য সরকার অগণতান্ত্রিক। নির্বাচন হলে বুথ দখল করে আর যেখানে সেই পরিস্থিতি নেই সেখানকার নির্বাচন করায় না। বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে হাওড়া জেলায় TMC-র যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তা যথেষ্টই সমস্যাজনক। TMC-র বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরেই এই অন্তর্কলহ চলছে। তার মধ্যেই হাওড়া জেলার TMC MLA, Minister,Leader-রা ইস্তফা দিচ্ছেন। তাদের অভিযোগেও রয়েছে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা। এরকম পরিস্থিতিতে হাইকোর্টের এই নির্দেশের পরে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.