প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি ভ্যাকসিন কারখানার জন্য বাংলায় জমি দেওয়াসহ বিভিন্ন প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছিলেন। এদিন তিনি চিঠিতে লিখেছেন বাংলায় রাজ্য সরকার 70 টি পি এস এ অক্সিজেন প্লান্ট তৈরি করতে চাইছে। কিন্তু এখনো পর্যন্ত দিল্লি চারটির মঞ্জুরি দিয়েছে। দিল্লির এই সিদ্ধান্তহীনতার কারণে রাজ্যে পিএসএ অক্সিজেন প্যান্টগুলো তৈরি করা যাচ্ছে না। মমতা আরো বলেছেন আমাদের রাজকোষের সামর্থ্য অনুযায়ী রাজ্যের এজেন্সি এই প্লান্ট গুলি তৈরি করতে পারে। শুধুমাত্র দিল্লির সিদ্ধান্তহীনতার কারণে করা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে পিএসএ প্লান্ট বসাচ্ছে ডিআরডিও এন আর এইচ আই এর মাধ্যমে। সেখানেই রাজ্যের কোটা কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে আরো একবার অক্সিজেন সংকটের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথা কেন্দ্রের দিকে আর কতদিন তাকিয়ে বসে থাকতে হবে। আমাদের যা সামর্থ আছে করে নিচ্ছি। শুধু মঞ্জুরি টুকু দিন।