Rajib Ghosh– বিজেপিতে যোগদান করার পর থেকেই রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে চলেছেন প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের একাধিক সভা থেকে রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। রাজ্যে স্থায়ী চাকরির পদ তুলে দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ করছে মমতার সরকার, এই অভিযোগ করেছেন। সেই চুক্তিভিত্তিক নিয়োগ করতে গিয়েও বহু দুর্নীতি হচ্ছে। Mamata Bandyopadhyay এর মধ্যেই Rajib Bandyopadhyay- এর বিরুদ্ধে বন সহায়ক পদে দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাল্টা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কাছে খোদ মমতা নির্দেশ দিয়েছিলেন ওই পদে চাকরি দেওয়ার জন্য জেলায় নেতাকর্মীদের জন্য কিছু কোটা দিতে। তার সমস্ত প্রমান তার কাছে আছে বলে জানান রাজীব। কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরে এর আগেও রাজীব রাজ্যে একটাও শিল্প তৈরি না হওয়া, বেকার যুবক যুবতীদের নানাবিধ সমস্যা প্রসঙ্গে সরব হয়েছেন। এদিন সল্টলেকে পার্শ্বশিক্ষকদের সভা থেকে রাজীব শাসক TMC সরকার কে আক্রমণ করেন। সেখানেই তিনি বলেন, পায়ের তলায় মাটি নেই এবার বুঝতে পেরেছেন। নির্বাচন এসে গেছে বলে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান কর্মসূচি নিচ্ছেন। যে বাজেট তৈরি করা হয়েছে সেখানে নির্বাচনী সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যার আত্মসম্মানবোধ আছে তিনি TMC-তে থাকতে পারবেন না। রাজনীতিতে যে ধরনের ভাষার ব্যবহার করা হচ্ছে সেটা কি বাংলার সংস্কৃতি? প্রশ্ন রাজীবের। তার কথায়, জোড়াবাগান এর ঘটনার পরে কি বলা যায় রাজ্যে মেয়েরা সুরক্ষিত? ফের একবার তিনি রাজ্য এবং কেন্দ্রে একই সরকার থাকার কথা বলেন। কেন্দ্রের সাহায্য ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই উন্নয়নের স্বার্থে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন বলে আরো একবার বক্তব্য রাখেন BJP নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।