সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড মামলার তদন্ত শুরু করেছিল সিবিআই। সিবিআই পরে আদালতে শুনানির সময় জানায় মানুষের টাকা লুট করার এই কেলেঙ্কারির সঙ্গে বাংলায় অনেক প্রভাবশালী জড়িয়ে রয়েছে। রাজ্য যখন চিটফান্ড সংস্থাগুলোর রমরমা তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শিল্প মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পরে তাকে শিক্ষা দপ্তরের দায়িত্ব দেন মমতা। জানা গিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে সিবিআই তলব করেছে। আইকোর চিট ফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাকে জেরার জন্য ডাকা হয়েছে। আগামী সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায় কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, শিল্প মন্ত্রী হিসেবে যেখানে যাবার সেখানে গিয়েছিলাম। তার জন্য কৈফিয়ত দিতে হবে নাকি? বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, চিটফান্ড কাণ্ডের রাজ্যে গরিব মানুষের টাকা লুট করা হয়েছে কোনো সংশয় নেই। সিবিআই যেটা করছে এটা আগে হওয়া উচিত ছিল। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোনো সহানুভূতি পাবেনা। রাজ্যে প্রথম দফার নির্বাচন 27 মার্চ। তার আগেই তৃণমূলের মহাসচিব এবং শিক্ষামন্ত্রীকে সিবিআই তলব করেছে।