বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। তারা রাজ্যে শান্তি এবং উন্নয়ন চান। পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছেন বাংলার মানুষ। রাজনীতি কোনো খেলা নয়। মমতা খেলার চক্করে আদর্শ ভুলে গিয়েছেন। এই কথা বললেন প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। গত 12 ই ফেব্রুয়ারি রাজ্যসভায় নাটকীয় ভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তৃণমূলে দম বন্ধ হয়ে আসছে। তাই তিনি তৃণমূল ত্যাগ করেন বলে জানান। রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভার আগে বিজেপিতে যোগদান করলেন দীনেশ ত্রিবেদী। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দীনেশ ত্রিবেদী কে বিজেপিতে স্বাগত জানান। দীনেশ ত্রিবেদী বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করায় নির্বাচনের কাজে সক্রিয় হতে পারেন। সেই প্রসঙ্গে দীনেশ বলেন, অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। নির্বাচনে প্রার্থী হই বা না হই দলের কাজে সক্রিয় ভূমিকা পালন করব। তৃণমূলে কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ করেন দীনেশ। দম বন্ধ হয়ে আসছিল তার। তাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে বাংলায় কাজ করতে চান বলে জানান। এদিন বিজেপিতে যোগ দিয়ে সেই কথা বলেন প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, দীনেশ ত্রিবেদী সঠিক মানুষ। এতদিন ভুল দলে ছিলেন। এবার সঠিক দলে এলেন।