বিজেপি মারছে বাইরে থেকে গুন্ডা এনে ভয় দেখাচ্ছে। এই ন্যাকা কান্না সহ্য করব না। যার সাহস নেই এখন থেকে বলে দিন বসবো না। আমার মহিলাদের এনে বসাও। কন্যাশ্রী কে ধরে এনে বসাও। ছাত্রযুবদের ধরে এনে বসাও। তারা অনেক স্ট্রং। এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়া হুগলি ও দক্ষিণ 24 পরগনায় পরপর পাঁচটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির খানাকুল থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নির্দেশ প্রসঙ্গে মমতা বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো পুলিশ আইডি চেক করতে পারেনা। এই অর্ডারগুলো সঙ্গে রাখুন। পাড়ায় যাদের ঝগড়ুটে মহিলা বলা হয় তাদের এজেন্ট করে দাও। রাতে এলাকায় মহিলাদের পাহারা দেওয়ার কথা বলেছেন তিনি। এর আগে নন্দীগ্রামে নির্বাচনের দিন বহু বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। নন্দীগ্রামের বয়ালে বুথে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। সেখানে দীর্ঘক্ষণ বসে থাকেন তিনি। নন্দীগ্রামের প্রায় 80 টি বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি বলে জানা গিয়েছে। বিজেপির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করেছে তৃণমূল। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন। তিনি আরও বলেন, ভোট কেন্দ্রে বিজেপি ভয় দেখাচ্ছে এইসব কথা বলবেন না। ভোট কেন্দ্রের ভিতর গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই ওদের। এদিনের সভায় থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।