Rajib Ghosh– আমি যদি মুখ খুলি তাহলে বটগাছ নড়ে যাবে। সব রেকর্ড রাখা আছে। প্যান্ডোরার বাক্স খুলেছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আবার সব বলবো। তীব্র আক্রমণ করে বললেন BJP নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলির গুড়াপে দলীয় সভা থেকে তিনি এই কথা বলেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বৃহৎ দুর্নীতির অভিযোগ এনেছেন। যদিও তিনি নাম করেননি। সেখানে তিনি বলেন, আমাদের থেকে যে চলে গেছে সে বন সহায়ক পদে নিয়োগ নিয়ে দুর্নীতি করেছে। অনেকেই অভিযোগ করেছে। সেটা তদন্ত করে দেখছি। চুরি করে এখন BJP-তে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পরেই দলীয় সভাতে পাল্টা বলেন রাজীব। তিনি আরও বলেন, সব জেলায় TMC-র নেতাকর্মীদের কোটা দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। কোথা থেকে সুপারিশ হয়েছে সব দেখাতে পারি। চুক্তিভিত্তিক নিয়োগ, পুরোটাই তদন্ত হোক। কোনো অসুবিধা নেই। বন সহায়ক পদে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ CM মমতা বন্দ্যোপাধ্যায় করার পর সেই বিষয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে বলেন, বন সহায়ক এর নিয়োগ নিরপেক্ষভাবে বোর্ডের হাতে তুলে দিয়েছিলাম। 8 অক্টোবর সকাল 10-টার সময় আমি আপনাকে মেসেজ করেছিলাম। বীরভূমের এক বড় নেতা ধমক দিয়ে বলেছে বন সহায়ক এর সব চাকরি তাকে দিতে হবে। আপনি আমাকে বলেছিলেন সব জেলায় TMC নেতা কর্মীদের কোটা দিয়ে দাও। আমার কাছে সেই মেসেজের কপি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ে জানান বন সহায়ক পদে নিয়োগের দুর্নীতির ঘটনা নিয়ে তদন্ত করা হবে। এই প্রসঙ্গে রাজীব আরো বলেন, আপনার কোন Leader, Minister,MLA সুপারিশ করেছে, কোথা থেকে সুপারিশ এসেছে, কালিঘাট থেকে কার সুপারিশ এসেছে, সব যত্ন করে রেখে দিয়েছি। আপনি আলিপুরদুয়ারে রয়েছেন। সেখানকার তৃণমূলের যিনি সভাপতি তার সুপারিশের প্রমাণ রয়েছে। তদন্ত করতে হবেনা। প্রয়োজন হলে বন সহায়ক এর প্যানেল বাতিল করে দিন। তাহলে বুঝবেন আসলে কি ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রাজীব আরো বলেন, আপনি যখন বলেছেন তখন জেনে রাখুন বিগত দিনের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক চাকরি হয়েছে। তালিকা কোথা থেকে এসেছে, নিয়োগ কিভাবে হয়েছে, কারা চাকরি পেয়েছে, কোথা থেকে কি সুপারিশ এসেছে, সেই সব কাগজ আমার কাছে রয়েছে। সব তথ্য আপনাকে দেবো। আপনি তদন্ত করুন। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই নিয়োগ দুর্নীতি নিয়ে Mamata ও Rajib-এর অভিযোগ এবং পাল্টা অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতিতে জোরদার চর্চা শুরু হয়েছে। BJP সহ বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে একাধিকবার তৃণমূল সরকারের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি নিয়ে অভিযোগ করা হয়েছে। এবার প্রাক্তন বনমন্ত্রী এবং বর্তমানে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় মমতার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হওয়ায় TMC সরকার যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে বলেই মনে করা হচ্ছে।