করোনা মহামারীর মধ্যে নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখার আবেদনের শুনানিতে আদালতের তরফে নির্বাচন কমিশনকে চরম ভর্ৎসনা করা হয়। আদালত জানায় নির্বাচন কমিশনের হাতে অসীম ক্ষমতা দেওয়া রয়েছে। কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করছে না তারা। কমিশনের আধিকারিক এবং কুইক রেসপন্স টিম কে কাজে লাগানো হচ্ছে না। শুধু সার্কুলার জারি করে কমিশন নিজের দায় সারছেন। এইভাবে মানুষের ওপর সবকিছু ছেড়ে দিয়ে কমিশন নিজের দায় সেরে ফেলতে পারে না। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ বলে করোনা মহামারীর মধ্যে এই ভাবে শুধুমাত্র সার্কুলার দিয়ে নিজের দায় ঝেড়ে ফেলতে পারেনা কমিশন। প্রধান বিচারপতি আরও বলেছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেসনের 10 শতাংশ কাজ এই নির্বাচন কমিশন করতে পারবে কি না আমার সন্দেহ। প্রয়োজনে আমরা টি এন সেশন এর কাজ করব। নির্বাচন কমিশন চূড়ান্ত অদক্ষতার প্রমাণ দিয়েছে। আদালতে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকায় এখনই কোনো নির্দেশ জারি করছে না আদালত। কিন্তু ভবিষ্যতে এ নিয়ে নির্দেশ জারি করতে পারে তারা।