রাজ্যের নেতা-মন্ত্রীদের সিবিআইয়ের গ্রেপ্তার করা নিয়ে সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল। দুপুরের পরে সিবিআই দপ্তর নিজাম প্যালেস এর সামনে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। সিবিআই দপ্তর এর দিকে ইট বোতল বৃষ্টি শুরু করেন কয়েক শ তৃণমূল সমর্থক। এই পরিস্থিতিতে তাদের আদালতে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মনে করছে সিবিআই। সেই কারণে ব্যাঙ্কশাল কোর্ট এ এই মামলার ভার্চুয়াল শুনানি হতে পারে। শুধুমাত্র আইনজীবীরা আদালতে গিয়ে কাগজপত্র জমা দেবেন। সেই ভার্চুয়াল শুনানিতে অংশ নেবেন সুব্রত মুখোপাধ্যায় ফিরহাদ হাকিম মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেস এর 15 তলায় বসে রয়েছেন। নিজাম প্যালেস এর বাইরে জড়ো হয়েছেন বিপুল সংখ্যায় তৃণমূলের সমর্থক। যত সময় এগোতে থাকে ততই গেটের বাইরে উত্তেজনা বাড়তে থাকে। গেটের ভিতরে রয়েছে বিরাট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে ইটও বোতল ছোঁড়া। উড়ালপুলের নিচে জমায়েত হওয়া তৃণমূলের কর্মীরা কাজ প্লাস্টিকের বোতল ইট পাথর ছুড়তে শুরু করেন। নিজাম প্যালেস এর বাইরে তৃণমূল কর্মীরা ভিড় জমিয়েছেন। তাদের দাবি বিজেপি ভোটে হেরে গিয়ে প্রতিশোধের রাজনীতি শুরু করেছে। তাদের প্রশ্ন কেন একই অভিযোগে অভিযুক্ত মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার করা হবে না।