Rajib Ghosh– দিলীপ ঘোষের গরুর দুধের সোনা দিয়ে কি সোনার বাংলা গড়বে ওরা? আগে সোনার মধ্যপ্রদেশ, সোনার উত্তরপ্রদেশ বানিয়ে দেখান। তারপর বাংলার কথা ভাববেন। দক্ষিণ 24 পরগণার ঢোলাহাট মাঠে তৃণমূলের জনসভা থেকে এই ভাষায় বিজেপির উদ্দেশ্যে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ এবং যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুই জায়গায় সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন। বিধানসভা নির্বাচনে রাজ্যে BJP ক্ষমতায় আসবে বলে দাবি করেন Amit Shah এদিন তৃণমূলের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহ এর উদ্দেশ্যে বলেন, আমার নাম নিতে ভয় কেন? আপনার কথায় তো CBI-ED ওঠে বসে। ইয়ে ডর আচ্ছা হ্যায়। আমি নাম নিয়ে বলছি অমিত শাহ বহিরাগত, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, দিলীপ ঘোষ গুন্ডা। আমফান ঘূর্ণিঝড়ের পর 1000 কোটি টাকা দিয়ে বলছে মোদীজি টাকা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঘুরছেন। হাওয়াই চটি পড়ে গ্রামে ঘুরে বেড়ান। মমতার বিরুদ্ধে লড়তে উত্তরপ্রদেশ, গুজরাট থেকে নেতা আনতে হচ্ছে। উত্তরপ্রদেশের গুটখার থুতুতে বাংলার লোহায় জং ধরবে না। জনসভায় উপস্থিত মানুষদের উদ্দেশ্যে অভিষেক বলেন, টাকা যদি দেয় নিয়ে নেবেন। কাজে লাগাবেন। ভোট জোড়া ফুলে দেবেন। বলছে বাংলার জনতা নবান্নে আবার মমতা।স্লোগান দেন অভিষেক।তিনি আরো বলেন, ক্ষমতায় এলে বলছে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। যদি মতুয়ারা নাগরিক না হন তাহলে নরেন্দ্র মোদী কাদের ভোটে প্রধানমন্ত্রী হলেন? বলছে ডবল ইঞ্জিন সরকার দরকার। তাতে চুরি করতে সুবিধা হবে। BJP নেতাদের মুখে উন্নয়নের কোনো কথা নেই। পাশাপাশি Abhisek চ্যালেঞ্জ দিয়ে বলেন, যারা বলছে এইবার 200 পার তারা এখানে সভা করে দেখাও। একটা পদ্ম ফুটিয়ে দেখান। এদিনের সভায় থেকে BJP-র উদ্দেশ্যে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক।