সকলেই চিন্তিত। উনি যত শীঘ্র সম্ভব সেরে উঠুন। জেডপ্লাস ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও তার আঘাত লাগল কি করে সেই বিষয়ে তদন্ত হওয়া উচিত। এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নন্দীগ্রামে গিয়ে রাজনৈতিক প্রচার কর্মসূচী শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনোনয়ন পেশ করেন।তারপরে সেখানে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই তার আঘাত লাগে বলে অভিযোগ করেন মমতা। গুরুতর চোট পাওয়ার ফলে তাকে কলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেই প্রসঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সেখানে এত মিডিয়া উপস্থিত ছিল। লোকজন ঢুকে ধাক্কা মেরে চলে গেল। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ছিল। তার পুলিশ কি তাহলে অকর্মণ্য? মুখ্যমন্ত্রীর সুরক্ষাই দিতে পারেনা। সাধারণ মানুষ মরছে। আমি যেটা শুনেছি ওনার গাড়ি রাস্তার ধারের পিলারে ধাক্কা মারে। সেখান থেকে তার পায়ে আঘাত লেগেছে। মুখ্যমন্ত্রীর উপর এই হামলার সিবিআই তদন্ত হওয়া উচিত বলে জানান দিলীপ ঘোষ। তার কথায়, আমরা চাইব দুধ জল পরিষ্কার হয়ে যাক। যারা সবসময় নাটক করে এসেছেন তাদের কথা কেউ বিশ্বাস করে না। এই প্রসঙ্গে বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। রাজ্যের মানুষকে বলবো সতর্ক থাকা উচিত। প্রশাসনের সতর্ক থাকা উচিত। যেন চালাকি করে কেউ ভোট না জিততে পারে। এর পরেই তিনি বলেন, যে কেউ পায়ে ব্যান্ডেজ বেধে ছবি তোলার জন্য শুয়ে পড়তে পারে। তবে ওই ছবি দিয়ে ভোট পাওয়া যাবেনা। এখন উনি যেটা করছেন সেটা ড্রামা। আমাদের কর্মীদের চোট লেগেছে আমরা ড্রামা করিনি। চিকিৎসা করে তার যোগ্য জবাব দিয়েছি। এটা ওনার পুরনো অভ্যাস। নাটকে পিএইচডি করেছেন উনি। এরপরে কিছুদিনের মধ্যেই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে বলে জানান দিলীপ।