তিন দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ বেরিয়ে এসে যেভাবে ভোট দিয়েছে তাতে মাননীয়ার মাথা খারাপ হয়ে গিয়েছে। তিনি বলছেন পাড়ার ঝগড়ুটে মহিলাদের এজেন্ট করুন। কোথাও বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে মহিলাদের দিয়ে ঘিরে রেখে বুথে বুথে ভোট লুট করো। কোথাও বলছেন সংখ্যালঘুরা তোমরা ভোট ভাগ করো না। তোমরা ভোটে জেতাও। নির্বাচন কমিশন সেই ব্যাপারে নোটিশ করেছে। এই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন কোচবিহার দক্ষিণ বিধানসভা বিজেপির প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। গণতান্ত্রিক উপায়ে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না জেনেই সন্ত্রাসের রাস্তা নিয়েছে বলে মন্তব্য তার। তবুও বুথে গিয়ে ভোট দান করতে হবে। কারণ এটা শুধু সরকার পরিবর্তনের নির্বাচন নয় পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য এবার এই নির্বাচন। এর আগেও একাধিক জনসভা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে কোম্পানি বলেছেন। এদিনও সেই ভাবেই তিনি বলেন। এদিনের সভায় থেকেও তোলাবাজ ভাইপো বলে আক্রমণ করেন। তিনি পশ্চিমবঙ্গ কে বাংলাদেশ বানাতে চান বলে মন্তব্য শুভেন্দুর। এরপর আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত বলেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। সেখানে যেভাবে মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছে এই এলাকাতেও সেই ভাবে মানুষকে ভোট দেওয়ার কথা বলেন শুভেন্দু অধিকারী।