রাজ্যের 294 বিধানসভা আসনে নির্বাচন হচ্ছে। তবে রাজ্য রাজনীতি আলোচনার কেন্দ্রে রয়েছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হচ্ছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নন্দীগ্রামের জমি আন্দোলনে শুভেন্দু অধিকারী ঝাঁপিয়ে পড়েছিলেন। তারপর বেশ কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন। তার সঙ্গে ছিলেন সুব্রত বক্সী এবং শেখ সুফিয়ান। নন্দীগ্রাম থেকে কপ্টারে করে হলদিয়ায় এসে তারপর মঞ্জুশ্রী মোড় থেকে পদযাত্রা করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। একদিন আগেই নন্দীগ্রামে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ায় বাংলা নিজের মেয়েকেই চায় পোস্টারে ছেয়ে গিয়েছে। সেখানে খেলা হবে স্লোগান উঠেছে। আজ নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন দাখিলের জন্য বের হন তিনি। মনোনয়নপত্র জমা দিয়ে কলকাতায় ফিরে যাওয়ার কথা থাকলেও নন্দীগ্রামে আজ থাকছেন মমতা। বিকেলে একটি কর্মী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।