বাংলায় আসল পরিবর্তন দেখতে পাচ্ছি। যে দিকেই তাকাচ্ছি চারিদিকে শুধু বিজেপি দেখতে পাচ্ছি।বিজেপির ঝড় চলছে বাংলার পুণ্যভূমিতে। এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন যখন নন্দীগ্রামে নির্বাচন চলছে তখন দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরো বলেন, বাংলায় বিজেপি দু’শোর বেশি আসনে জিতবে। প্রচুর মানুষ দ্বিতীয় দফায় ভোট দিচ্ছেন। চারিদিকে শুধু বিজেপির ঢেউ। তাই বলেদিচ্ছি বাংলায় আর রক্তের খেলা চলবে না। অত্যাচারের খেলা চলবে না। ভ্রষ্টাচারের খেলা চলবে না। এদিন তার বক্তব্যের মধ্যে বারবার বাংলা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দিদি ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম চলে গিয়েছেন। নন্দীগ্রামে গিয়ে মনে হল ভুল করে ফেলেছেন। এখনো পর্যন্ত যেটা স্পষ্ট বাংলার হয়ে কাজ করছে নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিজেপি বিরোধী নেতাদের একজোট হয়ে হওয়ার বার্তা দিয়েছেন। সেই প্রসঙ্গে মোদী বলেন, দেশের অনেক নেতার সাহায্য চেয়েছেন। এতদিন যারা দিদির চোখে বহিরাগত ছিল যাদের সঙ্গে তিনি দেখা করতেন না এখন তাদের কাছে সমর্থন চাইছেন। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় রাজ্যের 4 জেলার 30 টি আসনে ভোট চলছে। তারমধ্যে নন্দীগ্রাম রয়েছে। সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম।