বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির তিনজন প্রার্থী। এদিন মেদিনীপুরে বিজেপি’র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে নিজেদের মনোনয়ন জমা দেন তারা। এদিন মেদিনীপুর শহরের জজকোর্ট মাঠে জেলার নানা প্রান্ত থেকে আসা কয়েক হাজার বিজেপি কর্মী সমবেত হন। সেখান থেকে শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শমিত দাস শালবনির প্রার্থী রাজীব কুণ্ডু এবং গড়বেতার প্রার্থী মদন রুইদাস কে সঙ্গে নিয়ে বিজেপির এই শোভাযাত্রা মেদিনীপুর শহর পরিক্রমা করে। তারপরে জেলাশাসকের দপ্তরে প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেন। শোভাযাত্রায় বিজেপি সমর্থকদের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তবে তিন বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই নির্দল হিসাবে 2 বিক্ষুব্ধ বিজেপির নেতা মনোনয়নপত্র জমা করেছেন। ফলে বিজেপি নেতৃত্বকে যথেষ্ট সমস্যায় পড়তে হয়। এদিন কৈলাস বিজয়বর্গীয় মিছিলের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন। কৈলাস বলেন, গঙ্গায় যে নদীর জল এসেই মিশুক না কেন তাকেও গঙ্গাই বলা হয়। ঠিক সেইভাবেই তৃণমূল কর্মীরা বিজেপিকে সমর্থন করবে। নন্দীগ্রাম কেন রাজ্যের যে কোনো জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তিনি হারবেন। নন্দীগ্রামের মানুষকে 10 বছর ধরে তিনি ঠকিয়েছেন। সেখানে না উন্নয়ন হয়েছে না কৃষি। সাধারণ মানুষ এর জবাব দেবে।