কোচবিহারের শীতলকুচি তে 4 জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় একে অপরের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শীতলকুচির ঘটনাকে গণহত্যা’ বলে দাবি করেন। নন্দীগ্রামের ঘটনার কথা উল্লেখ করেন তিনি। নন্দীগ্রামে এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন এর উপরে নির্ভর করে রাজ্যে তৃণমূল ক্ষমতায় এসেছিল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রামের গণহত্যা দেখেছি। এটাও গণহত্যার সামিল। চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। আত্মরক্ষায় কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে জানায় কমিশন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ওই 4 জন কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সব শান্তিপূর্ণভাবে চলছিল। কোনো ঝামেলা ছিল না। মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্যে ওদের। কিন্তু মানুষ ভয় পায় নি। শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গুলি কেন চালানো হলো। লাঠিচার্জ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট চালানোর নিয়ম। নির্বাচন কমিশনের নির্দেশে রয়েছে। তাহলে কেন গুলি চালানো হলো। এই ঘটনা নিয়ে যুযুধান দুই পক্ষই।