Rajib Ghosh– বিরিয়ানির কথা শুনলেই খাওয়ার আগ্রহ যেন অনেকটাই বেড়ে যায়। বহু বিখ্যাত রেস্তোরাঁর কথা মনে পড়ে। কিন্তু বিরিয়ানির মধ্যে যদি 80,90 এর দশকের স্বাদ আস্বাদন করতে হয় তাহলে যেতে হবে ফুডল্যান্ডে। প্রতিষ্ঠানটির কর্ণধার এর কথায়, খাবার নিয়ে যদি মজা করতে চান সেটা আপনার বিরিয়ানি হোক বা কাবাব হোক বা অন্য কোনো সুস্বাদু পদ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফুডল্যান্ডে আসতে হবে। তবে শুধু পুরনো দিনের বিরিয়ানির স্বাদ নয়, এখানে বিরিয়ানিতে নতুন সময়ের নতুন স্বাদ আস্বাদন করা যাবে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন এবং পুরনোর মিশেলে ফুড ল্যান্ডের বিরিয়ানি অনবদ্য। শুধু বিরিয়ানি নয়, ফুডল্যান্ডের কাবাবের স্পেশালিটি রয়েছে। এখানকার রেশমি কাবাব, যুগলবন্দি কাবাব এর আলাদা বিশেষত্ব রয়েছে। এ কথা জোর দিয়ে বলা যায়, একবার ফুড ল্যান্ডের কাবাব খেলে বারেবারে এখানে আসতে হবে। ইন্ডিয়ান থেকে চাইনিজ যে কোনো খাবারের ক্ষেত্রেই ফুডল্যান্ড এক কথায় দারুন। শুধু রেস্তোরাঁয় বসে নয়, ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনার নির্দিষ্ট স্থানে। সে ক্ষেত্রে ফুড ল্যান্ডের ওয়েবসাইটে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। ফুডল‍্যান্ড খোলার সময় দুপুর 12 টা চলে রাত 10:30 পর্যন্ত। এবার জেনে নিন ফুডল্যান্ডের ঠিকানা, বেলেঘাটা ত্রিকোণ পার্ক এর ওপরে ফুড ল্যান্ডের বোর্ড আপনার চোখে পড়বে। তবে এতো সুস্বাদু বিরিয়ানি, কাবাব বা যে কোনো খাবারের পদ একেবারে পকেট ফ্রেন্ডলি।