Rajib Ghosh– পরিবর্তন যাত্রা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির ঘুম উঠে গিয়েছে। রাজ্যের অন্যান্য জায়গায় পরিবর্তন যাত্রার উপরে ঢিল ছোড়া হয়েছে। কর্মীরা আহত হয়েছেন। যেহেতু ব্যারাকপুর জোনে তৃণমূল কংগ্রেস করার মতো কেউ নেই তাই এখানে সামনে পুলিশকে রাখা হয়েছে। বীজপুরে বিধায়ক শুভ্রাংশু রায় কে পুলিশ মেরেছে। দলীয় জনসভা থেকে এই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন ব্যারাকপুরের আনন্দপুরী খেলার মাঠে বিজেপির জনসভায় বক্তব্য রাখেন তিনি। প্রত্যেকটি সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছেন শুভেন্দু। এদিনের সভা থেকে শুভেন্দু আরো বলেন, বিজেপির র‍্যালির উপর কলকাতায় আক্রমণ করা হয়েছে। আজকে শুধু যারা করে খাচ্ছে তারা আতঙ্কিত হয়নি। তাদের সঙ্গে নেত্রী মাননীয়া আতঙ্কিত হয়েছেন। বাংলার সংস্কৃতি নিয়ে গলা ফাটাচ্ছেন। আর কি ভাষা ব্যবহার করছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি কে বলছে নাড্ডা, চাড্ডা, গাড্ডা। তোলাবাজ ভাইপোর লুম্পেনরা নাড্ডার গাড়ির উপরে ঢিল ছুড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তুই-তোকারি করছেন। নরেন্দ্র মোদী অমিত শাহ কে উদ্দেশ্য করে যে ভাষা বলছে এটা কি বাংলার সংস্কৃতি রক্ষা করবে? নকল শান্তিনিকেতন দেখেছেন। গরু কয়লা বালির টাকায় করা 100 কোটির প্রাসাদ। এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এরপরে তিনি মদের বোতলের ওপর আড়াই টাকা করে তোলা এবং মারলিন লটারির থেকে তোলাবাজ ভাইপো এবং অন্যান্যরা টাকা তুলছেন বলে জানান। মিথ্যাচার কুৎসা আর নাটক ছাড়া মাননীয়ার অন্য কিছু নেই। আজ একটি নাটক দেখেছেন। স্কুটি করে বাড়ি থেকে নবান্ন গিয়েছেন তিনি। মাননীয়া কে জিজ্ঞাসা করুন পেট্রোল থেকে 36 টাকা করে নিচ্ছেন। সেখানে এক টাকা ছাড় দিলেন কেন? পুরো টাকাটাই ছাড় দিয়ে দিন। তাহলে বোঝা যাবে বাংলার মানুষকে কম পয়সায় পেট্রোল-ডিজেল দিতে চাইছেন। এরপর বিদ্যুৎ মাসুলের প্রসঙ্গে অভিযোগ করেন শুভেন্দু।