রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর এর অপসারণ চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে এই দাবি জানিয়ে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের অপসারণের দাবিতে প্রস্তাব নেওয়ার পদক্ষেপও ঠিক করেছে বিধানসভায় শাসক তৃণমূল কংগ্রেস। জগদীপ ধনকর রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কাছে ধনকর এর কার্যকলাপ নিয়ে বলেছিলেন রাজ্যপাল কে সংযত হতে বলুন। বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজ্যপাল রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিদিন আক্রমণাত্মক টুইট করেছেন। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা রাজ্যপালকে বিজেপির লোক বলা হয়েছে। রাজ্যে যেদিন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ করেন সেদিনও রাজ্যপাল তাকে খোঁচা দেন। মমতা ও পাল্টা জবাব দেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন রাজ্যপাল পদ থেকে সরানোর দাবিতে সরকার এবং শাসক দল সরব হবে। তাই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কে চিঠি দিচ্ছেন তিনি। এরপর বিধানসভায় রাজ্যপালের অপসারণ চেয়ে শাসকদল প্রস্তাব গ্রহণ করবে। রাজ্যপাল কে বয়কট করার ডাক দেওয়া হতে পারে।