নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করল রাজ্যের গোয়েন্দা দফতর (সিআইডি)। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে শুভেন্দু অধিকরির বাড়িতে পৌঁছালো সিআইডির তদন্তকারী দলের সদস্যরা৷ সিআইডির দল কাঁথি থানা থেকে সরাসরি চলে যায় শুভেন্দু অধিকারীর বাড়িতে। যেখানে শুভেন্দুর দেহরক্ষী গুলিবিদ্ধ হয়েছিল।
প্রসঙ্গত, আড়াই বছর আগে অস্বাভাবিক মৃত্যু হয় শুভেন্দুর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর৷ এবিষয়ে গত ৭ জুলাই প্রয়াত শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী কাঁথি থানায় স্বামীর মৃত্যুর তদন্ত চেয়ে মামলা দায়ের করেন। তাতে সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়৷ সুপর্ণাদেবীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট মামলায় শুভেন্দু সহ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ১২০ (বি) ধারায় মামলার রুজু করেছে পুলিশ৷
নিরাপত্তারক্ষীর স্ত্রী সুপর্না কাঞ্জিলাল চক্রবর্তী জানান, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁর স্বামী প্রয়াত শুভব্রত চক্রবর্তী। তিনি প্রায় ৬- ৭ বছর ধরে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করার সুবাদে কাঁথিতে থাকতেন। অবশেষে সেই ঘটনার তদন্তের ভার নিল সিআইডি।