গোটা দেশ যখন শোকস্তব্ধ চারিদিকে স্বজন হারানোর আর্তনাদ সেই পরিস্থিতিতেও আত্ম প্রচার করা হচ্ছে। আশাবাদী হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের অন্ধ সমর্থক না হলেও চলবে। টুইটারে লিখেছেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। এদিন সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে 4205 জন মারা গিয়েছেন। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বরং বেশি পরিমাণে টেস্ট করা হয়েছে এই বিষয়টি তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তার ট্যুইটের পরেই প্রশান্ত কিশোর টুইটারে এই কথা লেখেন। এর আগেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ডার্ক চকলেট খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন। গোটা দেশে ডার্ক চকলেট কেনার সামর্থ্য কতজনের রয়েছে সেই বিষয় নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন হর্ষবর্ধন। শুধু তিনি নন মোদি সরকারের ব্যর্থতা ঢাকা দিতে বিজেপির একাধিক নেতা মন্ত্রীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক কৌশলী হিসেবে বিজেপিকে হারিয়ে দিয়েছেন তিনি। যদিও পরে এই পেশা থেকে অবসরের কথা জানান। তবে তার পরেও কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন তিনি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এর প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়েছেন প্রশান্ত কিশোর। সেখানেও তিনি তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। তবে এদিন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের ট্যুইটের পর এই টুইট করে প্রশান্ত কিশোর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আত্মপ্রচারের অভিযোগ এনেছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.