করোনাকালে নির্বাচন কমিশনের নতুন বিধি চালু হওয়ায় ভার্চুয়াল প্রচারে ঝড় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভ থেকে মোদি সরকার কে নিশানা করেছেন তিনি। ফেসবুক লাইভে জনতাকে তাকে প্রশ্ন করার জন্য আহ্বান জানান। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেক বলেন, করোনাকালে 7 মাস সময় পেয়েছিল মোদি সরকার। তার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সঠিক পথ করতে পারেনি কেন্দ্র। দেশের মানুষকে ভ্যাকসিন না দিয়ে বিদেশে রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানত দ্বিতীয়বারে দেশে করোনা ছড়ালে সামলাতে হিমশিম খেতে হবে। সব জেনেও অক্সিজেন ভ্যাকসিন বিদেশে পাঠানো হলো। কেন্দ্র 150 টাকায় ভ্যাকসিন পাবে আর রাজ্যগুলোকে একই ভ্যাকসিন 400 টাকায় কিনতে হবে। কেন বাংলার মানুষের কি জীবনের দাম নেই। অভিষেক বলেন, 2020 সালের এপ্রিল মাস থেকে 2021 সালের জানুয়ারি মাস পর্যন্ত 9 হাজার মেট্রিকটন অক্সিজেন কেন্দ্র বিদেশে রপ্তানি করেছে। তাই এখন সারাদেশে অক্সিজেনের খামতি।