ক্লাবের পক্ষ থেকে করোনা রোগীদের বাড়িতে Oxygen Concentrator পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের বাড়িতে প্রয়োজন হলে এই oxygen concentrator পৌঁছে দেওয়া হবে। তার জন্য কোনো খরচ করতে হবে না। গাড়ী ভাড়া সহ অন্যান্য খরচ ক্লাব বহন করবে। এখন 20 টি oxygen concentrator পাওয়া গিয়েছে। সমস্তই ডোনেশনে পাওয়া গেছে। এই কথা জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলা অগ্রনী ক্লাব এর পক্ষ থেকে করোনা রোগীদের বাড়িতে oxygen concentrator পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ব্যানার এবং প্রচারের মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে। এই পরিষেবা দেওয়া শুরু করা হয়েছে। দশ দিনের জন্য করোনা রোগীর কাছে এই oxygen concentrator রাখা হবে। তারপরে প্রয়োজন হলে আরো কিছুদিন সেখানে রেখে দেওয়া হবে। ফোন নম্বরে যোগাযোগ করলে সেই করোনা রোগীর বাড়িতে oxygen concentrator পৌঁছে দেওয়া হবে। চেতলা অগ্রণী ক্লাব এর এই পরিষেবার উদ্বোধন করেন ক্লাব সভাপতি ফিরহাদ হাকিম।