Rajib Ghosh– রাজনীতি করা হচ্ছে রামের নামে। আর দুর্গাকে সামনে নিয়ে এসে ঝগড়া বাধাচ্ছে। রাম দুর্গার উপাসক ছিলেন। দুর্গার পুজো করে রাবণকে বধ করেছেন। যারা রামের সামনে দুর্গাকে নিয়ে আসে তাদের বোঝা উচিত রাজনীতি দুর্গা, কালীর নয়। মা দুর্গা মা কালী মন্দিরে থাক। সেখানে পুজো দিন। রাজনীতি করতে হলে আদর্শ নিয়ে বলুন। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা আপনার আদর্শ। আপনাদের মা তো মমতা। এদিন চন্দ্রকোনা রোডে বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন চন্দ্রকোনা টাউন পর্যন্ত রথযাত্রায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিলেন তিনি। এই পরিবর্তন যাত্রা জঙ্গলমহল এলাকায় পরিক্রম করবে বলে জানান Dilip এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলার গর্ব মমতা, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান সব জলে চলে গেছে। এখন আবার দিদির দূত। প্রতিদিন MP,MLA- রা পার্টি ছেড়ে চলে যাচ্ছে। দূতরা কোথায়। এসব কথা বলে ভোটে জেতার আশা ছেড়ে দিন। সময় পাল্টে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের জন্য নিউটাউনে জমি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এই প্রসঙ্গে দিলীপ বলেন, 2016 সালে নির্বাচনের আগে উনি বলেছিলেন পুলিশের কর্মচারীদের কম পয়সায় ফ্ল্যাট দেওয়া হবে। এখনো সেই নামের তালিকা রয়েছে। কিন্তু জমি খুঁজে পাওয়া গেল না। দিদির কথায় এখন কেউ বিশ্বাস করে না। TMC সরকারকে আক্রমণ করে দিলীপ এর বক্তব্য, কেন্দ্রের প্রকল্প গুলো রাজ্যে চালু হতে দিচ্ছে না। কৃষক এর জন্য কেন্দ্রের টাকা দিতে দেওয়া হচ্ছে না। মমতা ব্যানার্জির অপশাসন দুর্নীতি হিংসার পরিবর্তন চায় BJP মানুষের গণতান্ত্রিক অধিকার কে ফিরিয়ে দিতে চাই। জঙ্গলমহল বঞ্চিত রয়েছে। শিক্ষা-স্বাস্থ্য নেই, চাকরি নেই। এখানে কাজের ব্যবস্থা করতে হবে। কেন্দ্রে মোদি সরকার এবং রাজ্যে বিজেপি সরকার চাই।যাতে সমস্ত সুবিধা বাংলার মানুষ পেতে পারে।