Rajib Ghosh– দেশের বৃহৎ রাজনৈতিক দল বিজেপির হুগলি জেলার যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীর কাছ থেকে কয়েক লক্ষ টাকার কোকেন পাওয়া গিয়েছে। এটা যথেষ্ট খারাপ বিষয়। যুব সমাজের মধ্যে এই প্রবনতা একদম ঠিক নয়। আমি তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের দায়িত্বে রয়েছি। সেই দিক থেকে সম্পূর্ণ যুব সমাজের কাছে বলবো যে রাজনৈতিক দলই করুন না কেন ড্রাগ থেকে দূরে থাকুন। কখনোই এরমধ্যে জড়াবেন না। Campaign Calling Media-কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বললেন তৃণমূলের যুব নেতা তৌসিফ রহমান। বিজেপির হুগলি জেলার যুব নেত্রী পামেলা গোস্বামী সম্প্রতি কয়েক লক্ষ টাকার কোকেনসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তারপর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। এদিন সেই প্রসঙ্গেই তৌসিফ আরো বলেন, উনাকে ঠিকমত চিনি না। কি কারনে তৃণমূল ওকে কেস দিতে যাবে? তৃণমূলের কি কোনো কাজ নেই? বিজেপি বলতো মুকুল ভাগ শুভেন্দু ভাগ। ওরা বড় তোলাবাজ। এখন তাদের দলে তো তারা গিয়েছে। তাদেরকে নিয়ে নিয়েছে বিজেপি। যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদেরকে দলে নিয়ে নিচ্ছে। ভাজপা টাকা দিচ্ছে সেই টাকা নিয়ে ভোট দেবেন জোড়া ফুলে। রাজ্যের মানুষ জানে কোথায় ভোট দিতে হয়। মন্তব্য তার। এর পরেই স্বাস্থ্য সাথী কার্ড প্রসঙ্গে তৌসিফ এর বক্তব্য, এটা ঠিক স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বেশ কিছু জায়গায় অসুবিধা তৈরি হচ্ছে। তবে আগামী 20 দিনের মধ্যেই সব জায়গায় সরকারি কাগজ পৌঁছে যাবে। এটা খুব বড় একটা প্রয়াস। যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেখানে বিদ্যুতের ক্ষেত্রে সাধারণ মানুষের শুরু সুরাহার ব্যবস্থা করে দিয়েছেন ঠিক সেইভাবেই দুর্নীতিমুক্ত প্রশাসন চলছে এই রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের প্রকল্প রূপায়ণ করতে পেরেছেন এবং এই প্রকল্প দুর্নীতিমুক্ত প্রশাসন এর কারণেই করা সম্ভব হয়েছে বলে এক প্রশ্নের উত্তরে জানান তিনি। তাঁর কথায়, এটা কোনো জুমলা নেই। স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে যেসব কিছু সমস্যা তৈরি হয়েছে তা আগামী দিনে ঠিক হয়ে যাবে। এরপর এই একটি উদাহরণ তুলে ধরেন তিনি। এরপরে তৌসিফ ভাজপার কাছে অনুরোধ করেন এবং বলেন, রাজ্যের ক্ষমতা দখলের জন্য তৃণমূলকে বদনাম করার জন্য বাংলার সংস্কৃতিকে নষ্ট করার জন্য মানুষ মারা বন্ধ করুন। যে কোনো রাজনৈতিক দল মানুষ করতে পারে কিন্তু শুধু ক্ষমতার জন্য মানুষ মারা ঠিক নয়। এরপর এক প্রশ্নের উত্তরে তৌসিফ বলেন, দূর্গা কালি লক্ষী সবার ভগবান। দিলীপ ঘোষ কিভাবে মা দুর্গার নামে ওই মন্তব্য করেন। দিলীপের বিরুদ্ধে এফআইআর করতে পারি আমরা। এর পরেই তিনি এই বিষয়ে শ্রী রামচন্দ্রের প্রসঙ্গ নিয়ে আসেন। তিনি রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গে বলেন, গালাগালি করা ঠিক নয়। শুভেন্দু রাজিব বৈশালী যারা বিজেপিতে গিয়েছেন আমরা কি তাকে গালাগালি করব? কখনোই নয়। কিন্তু বিজেপি শুরু করেছে এই কাজ। তাই আমরা তার জবাব দিচ্ছি। এরপরে কর্মসংস্থান প্রসঙ্গে তার মন্তব্য, বিজেপি সরকার জবাব দিক 2014 সালের পর থেকে বহু ভারতীয়রা বিদেশে গিয়েছেন। তারা কেন চলে গিয়েছেন? তারপরে বাংলা থেকে কেন মানুষ অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে তার জবাব দেওয়া হবে। রাজ্য তৃণমূল ফের ক্ষমতায় আসবে বলে দাবি তার। মানুষের জন্য কাজ করে যেতে হবে। বিজেপির মত রাজনীতি নয়। মানুষ তৃণমুলকেই ফের রাজ্যের ক্ষমতায় নিয়ে আসবে বলে জানিয়ে দিলেন তৌসিফ রহমান।