নিজস্ব সংবাদদাতা: রাজনীতিতে আক্রমণ-পাল্টা আক্রমণ খুব একটা অপরিচিত বিষয় নয়। এবার ফের মুখোমুখি লড়াইয়ে জুড়লেন দিলীপ ঘোষ এবং সৌগত রায়। এদিন বিধাননগর পৌর নিগমের উদ্যোগে একটি রক্তদান শিবিরে আসেন সাংসদ সৌগত রায়। সেখানেই দিলীপ ঘোষকে একহাত নেন সৌগত।
নেতাদের কাটমানি প্রসঙ্গে তিনি বলেন,”এরকম তো ইডি সিবিআই দিয়ে ভয় অনেক দিলীপ ঘোষ দেখিয়েছেন। কিছু হয়নি। হেরে যাওয়ার পর এদের লজ্জা হয়না। এখনও উনি বিবৃতি দিয়ে যাচ্ছেন। দেবাঞ্জন দেবের ঘটনা দুঃখজনক এই নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন এবং এ নিয়ে দিলীপ ঘোষকে মাথা ঘামাতে হবে না”।
একই সাথে দিলীপ ঘোষের ‘বিশ্বাসঘাতক’ তকমা প্রসঙ্গে তিনি বলেন,
“এসব তো হেরে যাওয়ার পর সবাই বলে। ওর বলার কি গুরুত্ব আছে? সুতরাং এসব বাজে কথা অবাস্তব অবান্তর কথা”।
দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে কটাক্ষ করেন। তার পালটা জবাব দেন সৌগত রায়। তাঁর কথায়, “রাজ্যপাল যদি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত হয় সেটা আমরা বলবো। আর প্রতিবাদ করলে আমরা মারধর করায় বিশ্বাস করিনা আর করিও না। গণতান্ত্রিক ভাবে আমাদের বিরোধিতা করলে আমাদের কোনও প্রবলেম নেই”।
‘তৃনমূল কোনও সত্যি কথা বলে না’ এই প্রসঙ্গে অবশ্য সাংসদ বলেছেন ‘বাজে কথায় কান দেবেন না’।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.