10 বছর আগে ক্ষমতায় আসার আগে দিদি বলেছিলেন পরিবর্তন করবেন। কিন্তু কি পরিবর্তন করেছেন তিনি? এই প্রশ্ন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন পিংলার বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্যের সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন তিনি। সেই সভা থেকেই তিনি মমতার নাম না করে আক্রমণ করেন। স্মৃতি ইরানি বলেন, বাড়ির মেয়ে বাড়ির মানুষের চাল ত্রিপল চুরি করেছে। আমরা বলছি পরিবর্তনের কথা। দিদি বলছে খেলা হবে। বাড়ির মেয়ে কি বাড়ির লোকের সঙ্গে খেলা করে। তুমি বাংলার সঙ্গে গরিবের সঙ্গে খেলা করছ। তাই বলছি দিদিকে হটাও বিজেপি কে আনো। বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্যে আসছেন। এর আগেও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রাজ্যে এসেছেন। এদিনের সভায় তিনি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে বিজেপির সরকার গড়ে বাংলা বাঁচানোর ডাক দেন। স্মৃতি ইরানি বলেন, বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠা করুন। বাংলায় আসল পরিবর্তন করতে পারে বিজেপি।