নিজস্ব সংবাদদাতা: এখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সাতসকালে সেখান থেকেই চায় পে চর্চায় যোগদান করলেন তিনি। শুধু যোগদানই না, বিজেপি নেতা কর্মীদের মনোবলও বাড়ালেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
মঙ্গলবার সকালে জলপাইগুড়ির নেতাজিপাড়া এলাকায় চায়ের সাথে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে, সাধারণ মানুষের সাথে জন সংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি।
সোমবার রাতেই জলপাইগুড়ি আসেন সায়ন্তন বসু। সংবাদ মাধ্যমে‌র মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। বলেন, “রাজ্যের মূখ্যমন্ত্রী নিজেই ভুয়ো, তাই রাজ্যে ভুয়ো কথাটি পরিচিত”।
এদিন সকালে চায়ে পে চর্চায় বসে তিনি বলেন, “এটি কোন রাজনৈতিক কর্মসূচী নয়। বাঙালী মানুষ চা খেতে ভালোবাসে, তাই যেখানেই যাই, সকালে ১০/১২ জন মিলে চা খাই৷ দলের কর্মীরাও ছিলেন। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়”। এছাড়াও তাঁর কথায়, “তৃণমূলের কাজই হল রাজনীতি করা। কোনও তদন্ত কমিশনের রিপোর্ট তারা আজ পর্যন্ত পেশ করতে পারেনি”।