Rajib Ghosh– বিজেপি বলছে সোনার বাংলা গড়বে। তাহলে উত্তর প্রদেশ সোনার হলোনা কেন? সোনার ভারত হলো না কেন? দলীয় সভা থেকে বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন করে বললেন সাংসদ এবং তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন পৈলানে সভা করেন তিনি। দক্ষিণ 24 পরগনা জেলায় 2016 সালের বিধানসভা নির্বাচনে 31 টি আসনের মধ্যে 29 টি তে TMC জয়লাভ করেছিল। জেলায় তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে শক্তিশালী। তবে শোভন চট্টোপাধ্যায় BJP-তে যোগদান করেছেন। সম্প্রতি দীপক হালদার ও TMC ছেড়েছেন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের তৃণমূল সরকার এর উদ্দেশ্যে আক্রমণ করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে ক্ষমতায় এলে মৎস্যজীবীদের 6000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্যের ক্ষমতা দখলের লক্ষ্যে BJP নেতারা একের পর এক রাজনৈতিক কর্মসূচি করে চলেছেন। রাজ্যে এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিজেপির বিরুদ্ধে সক্রিয় ভাবে ময়দানে রাজনৈতিক লড়াইয়ে নেমেছেন। এদিন পৈলানে তৃণমূলের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের নেত্রী 10 বছরে বাংলায় যা করেছে সারা ভারতে হয়নি। স্বাস্থ্য সাথী কার্ড কে ভাওতাবাজি বলা হচ্ছে। অথচ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ির লোককে স্বাস্থ্য সাথী কার্ড করতে দেখা গিয়েছে। এর পরেই বলেন, দল ভাঙিয়ে ভোটে লড়ছে বিজেপি। সাত বছরে 5 লক্ষ 25 হাজার কোটি টাকা কর নিয়েছে। কাদের কেনা হচ্ছে এই টাকায় মানুষ জবাব চাইবে। এদিন অভিষেক স্লোগান দেন, সামনে জনতা পিছনে মমতা 2021 দেখাবে ক্ষমতা। সভা থেকে Abhisek আরো বলেন, দক্ষিণ 24 পরগনা জেলায় 31-0 হবে। তৃণমূল 250-র নিচে নামবে না। দলের বড় জয় নিয়ে এই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।