নিজস্ব সংবাদদাতা: রবিবার ফের একবার ভাঙ্গড়ে গেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। দুর্গত এলাকায় পরিদর্শনে যান তিনি। কথা বলেন সেখানকার সাধারণ মানুষের সঙ্গে। শনিবার সকালে তিনি যান ভাঙ্গড় থানার বড়ালী গ্রামে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন।
বিধায়ককে কাছে পেয়ে উচ্ছ্বসিত ওই এলাকার সাধারণ মানুষ। বিধায়ক বলেন, “এলাকার মানুষের পাশে ছিলাম আগামীদিনেও পাশে থাকব”। তৃণমূলের সমালোচনা করে তিনি বলেন, “আগে নিজের রাজ্য সামলানো দরকার তারপর অন্য রাজ্যে জয়ের স্বপ্ন দেখুক তৃণমূল”। ত্রিপুরা ছেড়ে বাংলায় বেশি করে নজর দিতেও বলেন নওশাদ।
অন্যদিকে, বাবুল সুপ্রিয়র ইস্তফা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি এদিন। বলেন, ‘ওটা ওর ব্যক্তিগত ব্যাপার’।

https://youtu.be/4ODGht_3u3k