নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরায় খেলা চলছে। পুর নির্বাচনে মানুষ ভোট দিতে পারলে একটা ট্রেলার দেখতে পাবেন। বৃহস্পতিবার বেলায় গারুলিয়ায় নিত্যানন্দ পল্লীতে ঐক্যতান ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে এমনটাই বললেন তৃণমূলের মুখপত্র দেবাংশু ভট্টাচার্য। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন, “ত্রিপুরায় তৃণমূল সরকার গড়বে”। দেবাংশুর কথায়, “বাংলার নির্বাচনে হাওয়াই চটি পরা মহিলা ময়দানে নেমে খেলেছিল। আর জনতা ছিল গ্যালারিতে। কিন্তু ত্রিপুরায় জনতা ময়দানে নেমে খেলবে”।
পুরানো স্মৃতি রোমন্থন করে তৃণমূলের মুখপত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, “৩৪ বছর সিপিএমের বিরুদ্ধে কর্মীরা লড়াই দিয়েছিলেন। সেই ইতিহাস শুনেছি। যদিও বামেদের তুলনায় ত্রিপুরায় বিপ্লব দেবের বিজেপি খুবই বাচ্চা”।
পুজো উদ্বোধনে এদিন হাজির ছিলেন গারুলিয়া পুরসভার প্রশাসক রমেন দাস, উপ-পুর প্রশাসক অশোক সিং, পুরসভার কো-অর্ডিনেটর যথাক্রমে গৌতম বসু ও পার্থ দত্ত, গারুলিয়ার তৃণমূল সভাপতি ও কার্যকরী তৃণমূল সভাপতি যথাক্রমে গৌতম দত্ত ও পঙ্কজ দাস-সহ অন্যান্য ব্যক্তিবর্গ।