Rajib Ghosh– দিদিকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে বিতর্কে বসুন। সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে স্কেল, অন্যান্য পরিকল্পনা গ্রহণ, সরকারি প্রকল্পের বাস্তবায়ন থেকে ইন্টারনেট ব্যবহারকারীর শতাংশ কোনো কিছুতেই ত্রিপুরার উন্নয়নের সামনে দিদি 10 মিনিট টিকতে পারবেন না। বাংলার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়া বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রয়েছেন। এদিন তিনি আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মহান বাংলা আজ কেন পিছিয়ে গেল? সিপিআইএম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে এর জবাব দিতে হবে। বিজেপির কর্মীদের এখন পরিশ্রম করতে হবে। সবাই তৃণমূল ছাড়ার জন্য পরিবর্তনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। বেশ কিছুদিন আগে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বর্ধমানে সিপিএম এর জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেছিলেন। বিজেপি সেই রাজ্যের সর্বনাশ করে দিয়েছে বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সেই বক্তব্য নিয়ে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলেছেন সেটা বলেন। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব দেব এর মত মানুষের সঙ্গে বিতর্কে বুঝতে যাবেন কেন। উনি কোথায় কি বলেন ঠিক নেই। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।