লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় কার্যত খারাপ ফলাফল হয়েছে তৃণমূলের। বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়ার রঘুনাথপুরে দলীয় জনসভা থেকে তৃণমূল সাংসদ এবং যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বাংলা বিদ্বেষ নিয়ে আক্রমণ করলেন। তিনি বলেন, বিজেপির প্রার্থী তালিকায় প্রার্থীদের নাম টুকুও বাংলায় লেখা নেই। এরা নাকি বাংলা গড়বে। ক্ষমতা থাকলে তর্কে আসুন। মমতার 10 বছর আর মোদীর 7 বছরের তুলনা হোক। বিজেপির বড় নেতাদের ক্ষমতা আছে। আমার মুখোমুখি বসুন। নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলের জন্য সোনার বাংলা’ স্লোগান দিচ্ছে বিজেপি। রাজ্যের ক্ষমতায় এলে সার্বিক উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা বের করবেন তা দিয়েই হবে সোনার বাংলা। সোনার বাংলা গড়বেন বলছেন। সোনার শব্দটা বলতে পারেন না। বলেন শুনার। নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে চোট পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়েছেন। এদিন পুরুলিয়ায় তিনি দলীয় সভা করেন। হুইল চেয়ারে বসেই ভাষণ দেন তিনি। দলীয় জনসভা থেকে অভিষেক বলেন, মিডিয়া কিনে মিথ্যে প্রচার করে দাবি করুন বাংলায় আসছেন।2 মে প্রমাণ হয়ে যাবে বাংলা নিজের মেয়েকেই চায়। তৃণমূলের হারলে রাজনীতি ছেড়ে দেব।