বিধানসভা নির্বাচনে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে দরবার করল। তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের প্রত্যেকটি বুথের 100 মিটারের মধ্যে শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ইভিএম এবং ভিভিপাট পরীক্ষা করার দাবি করেছে। এই বিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ইভিএম কে ভিলেন বানানোর চেষ্টা প্রমাণ করে তৃণমূল হারতে চলেছে। কমিশনের তরফ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে Random 5% ইভিএম ও ভিভিপাট পরীক্ষা করা হবে। এদিন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেস 2016 সালে ক্ষমতায় আসার পর একটা নতুন তত্ত্ব খাড়া করার চেষ্টা করে। সেটি হল ইভিএম কারচুপি। নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করলেও তাকে গ্রহণ করেননি। যারা চেষ্টা করেছিলেন ব্যর্থ হয়েছেন। একই ইভিএম একই আঙ্গুল একই বোতাম। নিজেদের জয় এলে সেটা গণতান্ত্রিক মতপ্রকাশের স্বতঃস্ফূর্ত আর অন্যদিকে ভোট পড়লে সেটা সম্পূর্ণ কারচুপি। এই তত্ত্ব পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতন মানুষকে প্রভাবিত করবে না। রাজ্যের মানুষ সবচেয়ে ভালো ভাবে এটাই গ্রহণ করেছিলেন যে রাজ্য পুলিশ নির্বাচনকে প্রভাবিত করবে না। পুলিশের রাজনীতিকরণ হয়েছে। রাজ্য পুলিশের উপর কোনো ভরসা নেই। এদিন তৃণমূলকে আক্রমণ করে এই কথা বললেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.