নিজস্ব সংবাদদাতা: গোয়ায় তৃণমূল সুপ্রিমোর একাধিক বৈঠক রয়েছে। ৫ মাসে ৫ রাজ্যে যাওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। এমন অবস্থায় ঘাসফুল শিবিরকে একহাত নিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, “এটা বাণিজ্যিক ভাষা। রাজনীতিক ভাষা নয়। এভাবে রাজনৈতিক দলের অগ্রগতি হয় না”।
একই সাথে অভিষেকের ‘ইডি সিবিআই’ প্রসঙ্গে শমীক বাবুর দাবি, “ইডি সিবিআই নিয়ে আমরা কথা বলতে আগ্রহী নই৷ ইডি নিয়ে কথা বলতে আমরা চাইছি না। প্রতি হিংসার রাজনীতি আমরা করি না। আমরা উত্তর দিয়ে ক্লান্ত”।
পেট্রোল – ডিজেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, “দল হিসেবে আমরাও কেন্দ্রকে বলছি। মানুষের ক্ষোভ জমছে। এটা কাঙখিত নয়। কিন্তু সবটা কেন্দ্রের দায় নয়। জিএসটি নিয়ে রাজ্যের ভূমিকা কী! নিজেদের ভূমিকা আগে পালন করা উচিত”।
‘গোয়ায় যাবেন মমতা, বিজেপি শেষ’, এমনই দাবি করেছে তৃণমূল। এদিন তার পালটা শমীক বাবু দাবি করেন, “গোয়ায় কংগ্রেসের শূণ্যতা পূরণের চেষ্টা করছে তৃণমূল। সেটা ওরা চেষ্টা করতেই পারে। তবে এভাবে শূণ্যতা পূরণ হয় না। রাজনীতিতে এসব চলে না”।