লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোট টা পুরো হিন্দু মুসলমান হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে অভিযোগ করেন বিজেপি বলছে 70 শতাংশ এবং 30% তার সরকার 100% এর জন্য। এদিন নন্দীগ্রামের একাধিক জায়গায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জনসভা করেন। নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি ছিল তার। নন্দীগ্রামের ভেকুটিয়া বাজারের সভায় শুভেন্দু বলেন, তৃণমূল এখন সুফিয়ান আমিরুল সামাদ শাহাবুদ্দিন দের হাতে। যারা পাকিস্তান ম্যাচ জিতলে বোম ফাটায়। তৃণমূলের এই লুম্পেনদের হাতে চলে গেছে। এরা ফের ক্ষমতায় এলে কপালে টিপ গলায় কন্ঠি আর কাছা দেওয়া ধুতি পরতে পারবেন না। এদিনের জনসভা থেকে শুভেন্দু অধিকারী বিজেপির ইস্তেহারের সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে বলেন। শুভেন্দু বলেন, বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে চাকরি হবে শিল্প হবে দূর্গা পূজার বিসর্জন বন্ধ হবে না। সরস্বতী পুজো করতে গেলে কাউকে মার খেতে হবে না। নির্বাচনে শুভেন্দু অধিকারীর কৌশল আগেই বোঝা গিয়েছিল। এদিন তিনি বলেন, এরাতো 22 টা সাড়ে 22 টা বুথের মালিক। বাকি জায়গায় আপনাদের এক হতে হবে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান নির্বাচনী এজেন্ট হয়েছেন শেখ সুফিয়ান। তৃণমূলের একাংশের নাম করে শুভেন্দু বোঝাতে চান এরাই আসলে তৃণমূল। এদিনের সভা থেকে তৃণমূল কে আক্রমণ করে এই কথা বলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।