ভারতের রাজধানীর সিঙ্ঘু বর্ডারে যে কৃষক আন্দোলন চলছে সেই আন্দোলনর 100 তম দিন হল। যেদিন সেই কৃষক আন্দোলন শুরু হয় সেইদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল সহ একটি নির্বাচিত প্রতিনিধি দল কৃষকদের সঙ্গে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে যায়। কৃষকদের একটাই দাবি ছিল কেন্দ্রীয় সরকারের কৃষক বিল প্রত্যাহার করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের উদাসীনতা, কৃষকদের সঙ্গে কথা না বলতে চাওয়া এই ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। এই কথা বললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি আরো বলেন, ভারতবর্ষের কৃষকরা যখন আন্দোলন করছে তখন পশ্চিমবঙ্গের কৃষকদের সযত্নে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত কৃষকদের আয় তিন গুণ বেড়েছে। কিষান ক্রেডিট কার্ড কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের জন্য বিভিন্ন পরিষেবা দিচ্ছেন মমতা।এরপরে রাজ্য সরকার কৃষকদের জন্য যে সমস্ত প্রকল্প রচনা করেছেন সেই বিষয়ে বিস্তারিত বলেন শশী পাঁজা। এরপরে তিনি দলের সাংসদ শতাব্দী রায়ের প্রসঙ্গে বলেন, তৃণমূল বটগাছ। দু-একটি পাতা নড়াচড়া করতে পারে। শতাব্দী রায়ের হয়তো কোনো ক্ষোভ ছিল। তবে এখন তিনি খুব ভালোভাবে কাজ করছেন। সামনে নির্বাচন। সমস্ত কিছু পিছনে ফেলে এগিয়ে যাব। দলীয় বিষয়ে বক্তব্য রাখেন মন্ত্রী শশী পাঁজা