লোকসভা নির্বাচনে জঙ্গলমহল সংলগ্ন আসনগুলিতে তৃণমূলের খারাপ ফলাফলের পর পার্থ চট্টোপাধ্যায় কে সাংগঠনিক দায়িত্ব দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর শিক্ষা মন্ত্রী ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুরে যাতায়াত শুরু করেন এদিন ঘাটাল লোকসভা এলাকার বিজেপি নেতা দেবাশীষ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি দেবাশীষ চট্টোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকারের মিথ্যে প্রতিশ্রুতি এবং বিজেপির বাংলা বিরোধী মনোভাবের জন্য তৃণমূলে যোগ দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসানো জন্য চেষ্টা করব পার্থ চট্টোপাধ্যায় বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে তিনি এবং তাঁর সঙ্গে যারা এসেছেন প্রায় শতাধিক বিজেপি কর্মী তারা তৃণমূলে যোগদান করলেন যাতে তারা ভালোভাবে কাজ করতে পারেন তাই জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছি পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি কে কিভাবে দেবাশীষকে কাজে লাগানো যায় সেই নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়