Rajib Ghosh– বিজেপির সঙ্গে তার মতাদর্শ মেলে না। তাই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তৃণমূল কংগ্রেস কেই বেছে নিয়েছেন। তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই কথা বললেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তার কাছে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু তিনি তৃণমূলে যোগ দিলেন। হুগলির সাহাগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন মনোজ তিওয়ারি। তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মমতা। প্রাক্তন বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তার কথায়, যখন তিনি ভারতের জার্সি গায়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে শতরান করেছেন বা শট মেরে কলকাতা নাইট রাইডার্স কে প্রথম আইপিএল দিয়েছিলেন। তখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের ভালোবাসা পেয়েছেন। কোনো ধর্ম বর্ণ বাধা হয়ে দাঁড়ায়নি। এদিন টলিউডের একঝাঁক তারকা কে তৃণমূলে যোগ দিতে দেখা গিয়েছে। পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী জুন মালিয়া, সায়নী ঘোষ, মানালি দে, কাঞ্চন মল্লিক সহ আরো অনেক শিল্পী কলাকুশলী তৃণমূলে যোগদান করেন।