Rajib Ghosh– বাম কংগ্রেস সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ করেছে। বিজেপির রাজনীতি সাম্প্রদায়িক আর ভাইজানের রাজনীতি অসাম্প্রদায়িক। এই তত্ত্বের বিচার করবেন পশ্চিমবঙ্গের মানুষ। বললেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এদিন বাম কংগ্রেসের ব্রিগেড সমাবেশে আব্বাস সিদ্দিকী বক্তব্য রাখেন। সেখানে তিনি রাজ্যে তৃণমূল কংগ্রেসকে হারানোর কথা বলেন। সেই প্রসঙ্গেই শমীক বলেন, সিপিএম এবং কংগ্রেস গ্রেট ক্যালকাটা কিলিং ফিরিয়ে আনার চক্রান্ত করেছে। ধর্মনিরপেক্ষতার নামে একটা সাম্প্রদায়িক শক্তির জন্য পশ্চিমবঙ্গের জমি তৈরী করার চেষ্টা হচ্ছে। তৃতীয় একটা শক্তি কে নিয়ে আসা হয়েছে। এর হাতে পশ্চিমবঙ্গের কিছু আসন তুলে দেওয়া হবে। যদি দেখা যায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তাহলে আব্বাস সিদ্দিকী উপমুখ্যমন্ত্রী হতে পারেন। তখন তারা মানুষের সামনে বলবে আমরা বিজেপি বিরোধী। এরপরে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য আরো বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে কি রাজনৈতিক এবং সামাজিক বহুত্ববাদ অক্ষুণ্ন থাকবে? ধর্মনিরপেক্ষ শক্তি কি অবশিষ্ট থাকবে? পশ্চিমবঙ্গে কি দুর্গাপুজোর বিসর্জন ও মহরম এর মিছিল একই সময় একই রাস্তা দিয়ে যেতে পারবে? এদিন বাম কংগ্রেসের ব্রিগেড সমাবেশের দিন বাম কংগ্রেসের জোট কে তৃণমূলের সহযোগী বলে কটাক্ষ করলেন তিনি।