Campaigncalling Desk :- রাজ‍্যে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করছেন মিঠুন চক্রবর্তী। এবার তার পাল্টা তৃণমূলের পক্ষ থেকে আরেক বিখ্যাত বাঙালি তারকা জয়া বচ্চনকে ভোট প্রচারে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনে প্রচারে আসছেন জয়া বচ্চন। সোমবার 5 এপ্রিল থেকে তৃণমূলের হয়ে প্রচার করবেন জয়া বচ্চন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক ভালো। কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন একসঙ্গে উপস্থিত হয়েছেন। সমাজবাদী পার্টির টিকিটে 2004 সাল থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন জয়া বচ্চন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার কথা জানিয়েছেন। তৃণমূলের এবারের স্লোগান বাংলার মেয়েকেই চায়। জয়া বচ্চনকে প্রচারে বাংলার মেয়ে হিসেবে তুলে ধরতে চাইছে তৃণমূল। টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস এর সমর্থনে রোড শো করতে পারেন জয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচনী জনসভায় একমঞ্চে থাকতে পারেন বলেও জানা গিয়েছে।