Rajib Ghosh– সম্পূর্ণ ভয়াবহ ব্যাপার। দুষ্কৃতীদের কাছে আগাম খবর ছিল কোন প্লাটফর্মে যাবে কোন ট্রেন ধরবে। তদন্ত চলছে। তবে স্থানীয় মানুষের কথা শুনে মনে হয়েছে জাকিরের চলাফেরার খবর জেনে শুনে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে রাজ্যের শ্রমদপ্তর এর প্রতিমন্ত্রী জাকির হোসেন এর উপর বোমা নিয়ে হামলা করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে কলকাতা এসএসকেএম-এ চিকিৎসার জন্য আনা হয়। এদিন তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, রেলের জায়গায় ঘটনা ঘটেছে। কিন্তু গোটা বিষয়টাকে রেল হালকা ভাবে দেখছে। রেল পুলিশ কাছাকাছি ছিল না। রেল তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ থাকলেও সেটা রাজনীতি নয়। তৃণমূল নেতাদের টার্গেট করা হয়েছে। এটা ষড়যন্ত্র। মমতা আরো বলেন, রেলের জায়গায় ঘটনাটা হওয়া সত্ত্বেও কেন্দ্র কোনো কথা বলেনি। তারা দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। জানা গিয়েছে রেল এই ঘটনায় মামলা দায়ের করেছে। রেলের দাবি, তদন্ত শুরু করা হয়েছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী জাকির কে দেখতে হাসপাতালে যান।