আমরা খেলাখেলি ভদ্রভাবে। আমার সঙ্গে লাগতে এসো মা। আমাকে আঘাত করলে সিংহের মত ঝাঁপিয়ে পড়ি। আমি বাইরের মেয়ে? তুই কবে নন্দীগ্রামের ছেলে হলি। তুইতো দালালি করে গেছিস। সিপিএমের দালালি করেছিস। বিজেপির দালালি করেছিস। কী দিইনি তোকে। দলীয় সভায় এইভাবে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে নন্দীগ্রামের বয়ালে সভা করেন মমতা। সেখানে মমতা আরো বলেন, আমাকে তোরা চোট করেছিস। চেপে গেছি ভদ্রতা করে। ইলেকশনের সময় তুই আমার পা জখম করেছিস। নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে ভোট প্রচারে এসে পায়ে চোট পাওয়ার পরে চক্রান্তের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তার পায়ে চোট লাগার জন্য দায়ী করলেন শুভেন্দু অধিকারী কে। তিনি আরো বলেন, পরিবেশ দপ্তর সেচ পরিবহন দপ্তরের মন্ত্রী করেছি। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করেছি। তোর বাবাকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করেছি। তোর ভাইকে কাঁথি পুরসভার চেয়ারম্যান করেছি। কি নেই ওদের পেট্রল পাম্প থেকে শুরু করে লঞ্চ থেকে শুরু করে কি নেই। এদিনের সভায় থেকে তৃণমূল কর্মীরা নন্দীগ্রামে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেন মমতা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.