Rajib Ghosh– নির্বাচনের সময় যত এগিয়ে আসছে দিদিমনির চেহারা খারাপ হচ্ছে। ভাষা খারাপ হয়ে যাচ্ছে। কি বলছেন নিজেই বোঝেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশন চত্বরে চায় পে চর্চায় যোগদান করেন দিলীপ। সেখানেই তিনি TMC সরকারকে আক্রমণ করে বক্তব্য পেশ করেন। এর আগেও একাধিকবার তিনি নিজস্ব স্টাইলে বিভিন্ন কথা বলেছেন। যা নিয়ে অনেক সময় বিতর্ক তৈরি হয়েছে। যখন তৃণমূলের নেতা নেত্রীরা খেলা হবে স্লোগান দিচ্ছেন যা নিয়ে বিরোধীরা অভিযোগ করছে, সেই সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুমকি দিয়ে বলছেন বাড়ি থেকে বেরোবে না, পাড়ায় থাকতে দেব না, ভোটের পরে কোথায় যাবে ঠিক করে রাখো। ফলে বিধানসভা নির্বাচনের আগে TMC,BJP একে অপরের দিকে উত্তেজক বক্তব্য পেশ করছেন। অনেকের মতে, এতে রাজ্যের আইন শৃঙ্খলার সমস্যা দেখা দিতে পারে। এদিন দিলীপ ঘোষ বলেন, দুর্নীতি, হিংসা, মিথ্যাচার, অত্যাচার হচ্ছে। দিদিমণি সব রেকর্ড ভেঙেছেন। উত্তরবঙ্গে গিয়ে বলছেন গোহারা হেরেছেন। গোহারা কেন এবার তুমি ছাগল হারা হারবে। কটাক্ষ করে বলেন দিলীপ। তৃণমূল সম্প্রতি যে খেলা হবে স্লোগান দিচ্ছে সেই শ্লোগানটি বাংলাদেশের বলে জানান তিনি। এই প্রসঙ্গে বলেন, দেশের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। বাংলাদেশের জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা। বাংলাদেশের অভিনেতারা তৃণমূলের হয়ে প্রচার করতে আসছে। পুজো উদ্বোধন করতে আসে বাংলাদেশের ক্রিকেটাররা। এবার খেলা হবে স্লোগানটা বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান। বাঙালির ওপর দিদিমনির ভরসা নেই। এবার শান্তিতে আপনারা গ্যালারিতে বসবেন আর আমরা খেলব। ডিফেন্ডার ফরওয়ার্ড সব বিজেপিতে এসেছে আর পচা মাল ওখানে পড়ে আছে তাই কাকে নিয়ে খেলবেন? মমতার উদ্দেশ্যে প্রশ্ন করেন দিলীপ। এদিনের এই কর্মসূচিতে যোগ দিয়ে দিলীপ রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন 5 টাকার মা ক্যান্টিন খুলে বাংলার মানুষের কাছে খাবার পয়সা নেই রোজগার নেই। যখন 70-72 সালে মানুষের কাছে পয়সা ছিল না খেতে পেত না তখন এই রকম লঙ্গর চলত। সরকারি কেন্দ্রে খাওয়ার কথা বলছেন তিনি। 5 টাকার খাবার চালু করে প্রমাণ করলেন প্রশাসক হিসেবে সম্পূর্ণ ব্যর্থ। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় 5 টাকায় মানুষের কাছে খাবার দেওয়ার জন্য মা ক্যান্টিন খুলেছেন। সেখানে মাত্র 5 টাকার বিনিময়ে মানুষ খেতে পারবেন। BJP- সহ বিরোধীরা এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার দিকটি তুলে ধরার চেষ্টা করছেন। এরপরেই দিলীপ ঘোষ হুমকির সুরে TMC-র উদ্দেশ্যে বলেন, লুটপাট- মারপিটের দিন চলে গেছে। যদি হাসপাতালে যেতে না চাও বাড়ির বাইরে বেরিও না। গ্রামে থাকতে দেব না। ঝাড়খন্ড উড়িষ্যায় বাড়িঘরের দরকার থাকলে আমরা করে দেব। মানুষের লুটের মাল নিয়ে ফুর্তি করবে এটা হবে না। এপ্রিল-মে মাসে এত শান্তিতে নির্বাচন হবে যা আগে হয়নি। রাজ্যে রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের বক্তব্য নিয়ে এরমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অনেকের মতে, দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য রাজ্যবাসীরা ভালো ভাবে মেনে নেন না।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.