নিজস্ব সংবাদদাতা: রাজনীতি দুনিয়ার তিনি ‘টাফ বয়’। অথচ সেই টাফ বয়কেই যেতে হল গারদে। এই মুহুর্তের চর্চিত নাম সজল ঘোষ। সদ্য জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়েছেন তিনি। এবার সেই সজল ঘোষের মুখোমুখিই হলাম আমরা। এদিন জেলবন্দী জীবন ও তার আগের মুহুর্তের অভিজ্ঞতার কথা আমাদের সাথে ভাগ করে নেন সজল ঘোষ।
এদিন গ্রেপ্তারের অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি জানান, “নন্দীগ্রামের আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী বলতেন চটি পুলিশ। আর তিনি রাজত্বে আসার পর পুলিশের সেই চটি বদলেছে স্নিকারসে। তাই তো স্নিকারস সু পড়ে, জিন্সের প্যান্ট পড়ে এসে বাড়ির দরজায় লাথি মেরেছিল। আমার ছোটবেলায় দেখা সিআইডির কথা মনে পড়ে যাচ্ছিল। বলতে শুনছিলাম দরজা ভেঙে দাও। তবে পরিষ্কার জেনে রাখুন, দরজায় প্রত্যেকটা লাথির হিসাব হবে। হিসাব সময় মতোই হবে”।
এদিনই সজল বাবু নিজেকে ‘টাফ বয়’ বলে উল্লেখ করেন। বলেন, “রাজনীতির টাফ বয়দের এই ভাবে দমানো যায় না। শেষে কিনা চুরির অপবাদ! মুখ্যমন্ত্রীর সরকার এতোটা নীচে নেমে যাবে ভাবতে পারিনি”।