নির্বাচন কমিশন পরিচালনা করছে। তাই রাজ্যের পুলিশ বিরোধিতা করবে। বাইরে থেকে পুলিশ নিয়ে দালালি করতে এসেছে। ভয় পাবেন না। ওরা তো কয়েকটা দিন। ভোটের পর পুলিশ আমাদের। কেন চিন্তা করছেন। নির্বাচনী জনসভা থেকে এই কথা বললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার নির্বাচনের আগে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা করেছেন। সোনাচূড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের সময় ভিন রাজ্যের পুলিশ যতই আসুক। কেন্দ্রীয় বাহিনী আসুক। ভোটের পর সব পগারপার হয়ে যাবে। তখন ভোটের পর পুলিশ হবে আমাদের। এর আগে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ভয় দেখাবে ভিন রাজ্যের পুলিশের পোশাক নিয়ে এসে জড়ো করছে বিজেপি এই অভিযোগ করেন। নন্দীগ্রামে নির্বাচনের আগে সম্মুখসমরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ। একাধিক কর্মসূচি করেছেন দুই নেতৃত্বই। হুইল চেয়ারে করে রোড সো করে সোনাচূড়ায় পৌঁছে জনতার উদ্দেশ্যে বক্তব্যে বিজেপিকে কড়া আক্রমণ করেন মমতা। এদিন তিনি আরো বলেন, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে। বিজেপির হয়ে কেন্দ্রীয় বাহিনী টাকা বিলি করছে। গোটা দেশ থেকে বাংলায় টাকা বিলি করা হচ্ছে। নির্বাচন কমিশন কে বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। কেউ ভয় দেখালে ভয় পাবেন না। ভালো করে ভোট দিন। বিজেপি-কে বোল্ড আউট করে দিন।