Rajib Ghosh– সব চোরগুলোকে নামিয়েছে। সারদায় কে সাড়ে 3 বছর জেল খেটেছে, 21 মাস কে জেল খেটেছে, কে ইউএপিএতে 10 বছর জেলে ছিল। সেই সমস্ত কানকাটা নাক কাটা গুলো কে বের করেছে। দীঘায় জনসভা থেকে তৃণমূলের উদ্দেশ্যে এই ভাষাতেই বক্তব্য রাখলেন BJP নেতা শুভেন্দু অধিকারী। এদিন BJP-র রোড শো ছিল রামনগরে। সেই মিছিল শেষ করে তারপর শুভেন্দু অধিকারী সভায় বক্তৃতা করছিলেন। সেখানেই তিনি বর্তমানে TMC-র যে সমস্ত নেতাদের অতি সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে তাদের উদ্দেশ্যে আক্রমণ করেন শুভেন্দু। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী যেখানে সভা করছেন সেখানে কয়েকদিনের মধ্যে TMC নেতা মদন মিত্র সভা করতে যাচ্ছেন। TMC Spokesperson কুণাল ঘোষ, ছত্রধর মাহাতোরা শুভেন্দুর বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করে চলেছেন। দীঘায় জনসভা থেকে Subhendu বলেন, এখানকার TMC-র নেতাদের চিনি। যারা ছেঁড়া চটি পরতো, ভাঙা সাইকেল চড়ত, একটা বিড়ি নিভিয়ে খেত, তারা এখন কোটি কোটি টাকার মালিক। লোকসভা নির্বাচনে শিশির অধিকারীকে 5 হাজার মার্জিনে বেঁধে রেখেছিলেন। বিধানসভা নির্বাচনে 25 হাজারে রামনগর চাই। এদিন শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে বহু মানুষের ভিড় হয়েছিল। যে এলাকায় এদিন তার রোড শো ছিল সেটি TMC MLA অখিল গিরির বিধানসভা কেন্দ্র। যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন তার বিরোধী গোষ্ঠীতে ছিলেন অখিল গিরি। শুভেন্দু দলবদল করার পর পূর্ব মেদিনীপুরের জেলা রাজনীতিতে সাংগঠনিক বদল করেছে TMC এদিন দীঘার সভা থেকে তার সংক্ষিপ্ত বক্তৃতায় দীঘার হোটেল কর্মচারী থেকে শুরু করে ফুটপাতের হকার দের বিরুদ্ধে পুলিশের জুলুম কিভাবে চলছে সেকথাও তুলে ধরেন। BJP-তে যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারী প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচি করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ক্রমাগত আক্রমণ করছেন। তবে এদিন নাম না করে মদন মিত্র, কুনাল ঘোষ, ছত্রধর মাহাতোর উদ্দেশ্যেও আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.